মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জাপানিদের সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন

নিজস্ব প্রতিবেদক

জাপানিদের সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন

জাপান সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাপানিদের বাংলাদেশ সফরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা প্রয়োজন। নিষেধাজ্ঞার সংগত কোনো কারণ নেই, এ বিষয়ে জাপান সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ খুশি হবে। রাজধানী টোকিওতে কিওই নাদামান হোটেলে জাপানের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইয়াও হোরি-এর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় এ আহ্বান জানান তোফায়েল আহমেদ। এ সময় তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও জোড়দার হবে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে দেশটির ভাইস মিনিস্টারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। জাপান ও বাংলাদেশের মধ্যে নিয়মিত পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগের চতুর্থ বৈঠক ঢাকায় অনুষ্ঠানের প্রস্তাব দেন। দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানি ভাইস মিনিস্টার বলেন, বাংলাদেশ জাপানের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশে চলমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপান খুশি। বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে জাপানের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও বাণিজ্যমন্ত্রীকে তিনি আশ্বস্ত করেন।  মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান জাপানের ভাইস মিনিস্টার। তিনি বলেন, জাপান সরকার ও জাপানের জনগণ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছে। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ খবর