মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ডিসিদের ফান্ড ব্যবহারে স্বচ্ছতা দরকার

নিজস্ব প্রতিবেদক

ডিসিদের ফান্ড ব্যবহারে স্বচ্ছতা দরকার

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিশেষ ফান্ডের (এলআর ফান্ড) স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনে এ বিষয়ে সরকারের গৃহীত উদ্যোগগুলো পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, সুশাসন  প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার ও ঘোষিত নীতি-প্রাধান্য অনুযায়ী স্থানীয় পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশলের কার্যকর বাস্তবায়ন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এলআর ফান্ড পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য সরকারের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা ও বাস্তবসম্মত উদ্যোগ নির্ধারণের আহ্বান জানিয়েছে টিআইবি। তিনি আরও বলেন, সরকার সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ ঠিক করেছে। এটি বাস্তবায়নের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো পরবর্তী কর্মপন্থা নির্ধারণে জেলা প্রশাসকদের সম্মেলনে এ বিষয়ে আলোকপাত করা জরুরি। যা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর