মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ইরানকে ট্রাম্পের হুমকি

প্রতিদিন ডেস্ক

ইরানকে ট্রাম্পের হুমকি

‘যুক্তরাষ্ট্রকে কখনো আর হুমকি দেবেন না। দিলে এমন পরিণাম ভোগ করবেন, ইতিহাসে যাদের সংখ্যা খুব অল্পই।’ গতকাল এক টুইট বার্তায় এ কথা বলে ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র এক দিন আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গত মে মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। তেহরানের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন এই নীতি অনুসরণ করায় ওয়াশিংটনের ওপর ক্ষিপ্ত তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে সতর্ক করে হাসান রুহানি বলেছেন, ‘ইরানের সঙ্গে শান্তি মানেই সব শান্তির প্রসূতি। আর ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা হবে “সব যুদ্ধের মা”।’ রুহানির এই হুঁশিয়ারি জ্বালা ধরিয়েছে ট্রাম্পের মনে। তাই এই টুইটে পাল্টা ওই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ট্রাম্প।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর