বুধবার, ২৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দুই মাসের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

দুই মাসের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন

দুই মাসের মধ্যেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, সরকার কৌশলে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণে রেখেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এর আয়োজন করে। মওদুদ আহমদ আরও বলেন, মাহমুদুর রহমানের ওপর যে আক্রমণ হয়েছে, তাতে সারা জাতি স্তম্ভিত, ক্ষুব্ধ। এটা জাতির জন্য কলঙ্কজনক। তাকে যে রাজনৈতিক কারণে হত্যার উদ্দেশ্যে আদালতে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। বক্তব্যে তিনি বলেন, মাহমুদুর রহমান একটি ভিত্তিহীন মামলায় জামিন নিতে গিয়েছিলেন। কিন্তু তার ওপর যেভাবে পরিকল্পিত আক্রমণ হয়েছে তা ন্যক্কারজনক। পুলিশের সামনে আক্রমণ হয়েছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি।  সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালীম ডোনার, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর