শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হ্যাকিং হলে এখন থেকে আমরা ধরতে পারব : জয়

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের কোথাও কোনো হ্যাকিং হলে এখন থেকে আমরা তা ধরতে পারব। এটা যে আইএসপিতে হয় আমরা সেই প্রতিষ্ঠানকে জানিয়ে দেব। তবে, সরকারি কোনো সংস্থায় হ্যাকিং হলে আমরা নিজেরাই তা ঠেকাব। গতকাল আগারগাঁও’-এ আইসিটি টাওয়ারে স্থাপিত তিনটি ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে জয় বলেন, স্টার্টআপ বাংলাদেশের অ্যাকসেলেটার ও দুটি বিশেষায়িত ল্যাব উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিতে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।   

সজীব ওয়াজেদ জয় বলেন, এই সিস্টেম যদি আমাদের কয়েক বছর আগে থাকত তাহলে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং আগেই ধরতে পারতাম। সিস্টেমটা এখন আইসিটি ডিভিশনে হলো। জয় বলেন, আজ আমি খুব আনন্দিত। সরকারের যত ক্রিটিক্যাল অবকাঠামো আছে, সেখানে আমরা মনিটর করছি। যত সাইবার সিকিউরিটি অ্যাটাক হচ্ছে বা যত হ্যাকিং হচ্ছে সেসব আমরা এখন ধরতে পারি।

সর্বশেষ খবর