রবিবার, ২৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আবারও সেঞ্চুরি তামিমের

ক্রীড়া প্রতিবেদক

আবারও সেঞ্চুরি তামিমের

তামিমের ব্যাটে আবারও রানের ফুলঝুরি। গতকাল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন বাংলাদেশের এই হার্ড হিটার। ১২৪ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কার মারে করলেন ১০৩ রান। ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয়। এই সেঞ্চুরিতে তিন ম্যাচে তামিমের সংগ্রহ ২৮৭ রান। ১৯০ রান নিয়ে দুই নম্বরে সাকিব আল হাসান। টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ। ওয়ানডেতে সেই ব্যর্থতা কাটিয়ে রান করেই চলেছেন তামিম ইকবাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারলেও হেসেছিল তার ব্যাট (৫৪)। তামিমের বন্ধু সাকিব আল হাসানও পিছিয়ে নেই। সেন্ট কিটসে টাইগাররা গতকাল খেলতে নামে সিরিজ নির্ধারণী ম্যাচে। প্রথমটি জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল মাশরাফি বাহিনী। দ্বিতীয়টি হেরে যায় একেবারে জয়ের নিঃশ্বাস সমান দূরত্বে থেকে। গতকাল টস জিতেই ব্যাটিং নেন মাশরাফি। শুরুটা ধীরগতির হলেও শেষ পর্যন্ত তামিমের সেঞ্চুরি ও মাহমুদুল্লাহর ঝড়ো গতির ব্যাটিংয়ে (৪৯ বলে ৬৭) ৩০১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সাকিব আল হাসান ৩৭ ও মাশরাফি ৩৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন জেসন হোল্ডার ও অ্যাশলি নার্স। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন শেলডন ও দেবেন্দ্র। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয় খুব ধীরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৪ ওভারে ১৩ রান সংগ্রহ করেছে। ব্যাটিং করছিলেন ক্রিস গেইল (৯) ও এভিন লুইস (৩)।

সর্বশেষ খবর