শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীদের ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে  চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় ব্যথিত হয়ে রাস্তায় নেমেছে। আমরাও এই ঘটনায় ব্যথিত। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে গত চার দিন ধরে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করছি। গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাস ভবনে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর পর ৯ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে। দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তিনি বলেন, দুর্ভোগের এই চার দিনে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। এই সুযোগে একটি মহল ফায়দা লোটার জন্য মাঠে নেমে পড়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন ছবি আপলোড করে সাধারণ মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা দেখছি ২০১৩ সালে এক ব্যক্তি গলাটিপে ধরার ছবিও প্রচার করা হচ্ছে। এই ঘটনায় ওই সময় পুলিশ অফিসারের চাকরিও গিয়েছিল। তিনি বলেন, যারা ফেসবুকে এই অপকীর্তি করছে তাদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শিবির এবং ছাত্রদলের নেতারা তাদের কর্মীদের স্কুল-কলেজের ড্রেস পরে রাস্তায় নামার জন্য নির্দেশ দিচ্ছে। এই পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী তার দায় নেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই চার দিনে ৩১৭টি বাস ভাঙচুর, একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। কাফরুল থানায় আক্রমণ করা হয়েছে। মিরপুর পুলিশ লাইনে ইটপাটকেল নিক্ষেপ কারা হয়েছে। পুলিশের ওপর অহেতুক হামলা করা হচ্ছে। যা শোভনীয় নয়। স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সড়ক থেকে ফিরিয়ে নিয়ে যান। সন্তানকে ঘরে ফিরিয়ে নিতে অভিভাবকদের প্রতিও অনুরোধ করেন তিনি। অহেতুক সাধারণ মানুষকে হয়রানি না করার জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, স্বার্থান্বেষী মহল যারা এই আন্দোলনে নানা ধরনের উসকানি দিচ্ছে তাদের বিষয়েও গোয়েন্দারা খোঁজখবর নিচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের টেলিফোন আলাপও সংগ্রহ করা হয়েছে। আন্দোলন থেকে ফিরে গেলে ছাত্রদের বাসায় বাসায় গিয়ে কোনো অ্যাকশন নেওয়া হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এখানে যারা আন্দোলন করছে তারা ছোট ছোট ছেলে-মেয়ে। তাদের ওপর কিছুই হওয়ার নেই।

তারা যে সাহসটা দেখিয়েছে এটা আমাদের গর্বের বিষয়। আমরা সবাই আজ ব্যথিত। কিন্তু যারা উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা ও নোংরা কথা ফেসবুকে প্রচার করছে, এসব বিষয় বন্ধ করতেও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সর্বশেষ খবর