শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আসাম তালিকায় কোনো ভারতীয়র নাম বাদ যাবে না : রাজনাথ

কলকাতা প্রতিনিধি

আসাম তালিকায় কোনো ভারতীয়র নাম বাদ যাবে না : রাজনাথ

ভারতের কোনো নাগরিকই জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বাইরে থাকবেন না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আসামের জাতীয় নাগরিকপঞ্জির তালিকা থেকে ৪০ লাখ নাগরিকের নাম বাদ পড়াকে কেন্দ্র করে ভারতজুড়ে চলা বিতর্কের মধ্যে রাজনাথ এ আশ্বাস দিলেন। গতকাল ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে নাগরিকপঞ্জি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘জাতীয় নাগরিকপঞ্জির খসড়া তৈরির এই পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এ প্রক্রিয়াটি ন্যায্য এবং এর স্বচ্ছতা নিয়েও কোনো সংশয় নেই।’ তিনি বলেন, ‘যারা নিজেদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবেন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে কোনো বৈষম্য করা হয়নি এবং হবেও না। আমি প্রত্যেককে নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি, ভারতের কোনো নাগরিকের নামই এ তালিকার বাইরে থাকবে না। নাম তোলার জন্য প্রত্যেকেই সুযোগ পাবেন।’ উল্লেখ্য, ৩০ জুলাই আসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) খসড়া তালিকা। এনআরসির কাছে জমা পড়া তিন কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দুই কোটি ৮৯ লাখ মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪০ লাখ বাসিন্দা। এর পর থেকে কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে জোর বিতর্ক চলছে দেশটিতে। যদিও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসসহ বিরোধীদের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীর কথা বলে আসলে কেন্দ্রীয় সরকার মুসলিমদের বাদ দিতে চাইছে। আগামী বছরের লোকসভা নির্বাচন ও একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই বিজেপি এ কাজ করছে বলে অভিযোগ বিরোধীদের। সে প্রসঙ্গেই এ দিন রাজনাথ বলেন, ‘বিভেদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দেশের ঐতিহ্য হলো এর ঐক্য। সেই ঐক্যের সুরটিকেই ধ্বংস করে বিরোধীরা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।’ দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত রাখতে প্রত্যেকের কাছে আবেদনও জানান রাজনাথ। গতকাল শিলচর বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে আসাম পুলিশের ধস্তাধস্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ নয়, বরং তৃণমূলের নেতারাই বিমানবন্দরে বিশৃঙ্খল আচরণ করেছেন।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া কয়েকটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তৃণমূলের প্রতিনিধিদের বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি বলে জানান রাজনাথ।

সর্বশেষ খবর