শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কোটা প্রতারণায় শিক্ষার্থীরা বিশ্বাস করে না

নিজস্ব প্রতিবেদক

কোটা প্রতারণায় শিক্ষার্থীরা বিশ্বাস করে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কোটা আন্দোলন নিয়ে সরকারের প্রতারণার কারণে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে কোমলমতি শিক্ষার্থীরা এখন আর বিশ্বাস করে না। বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীসহ সারা দেশে যে আন্দোলন চলছে এটি দেশের সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশের লেবার পার্টি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি শীর্ষক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, সরকার বিএনপির সঙ্গে টেলিফোন নয়, সংলাপ করতে বাধ্য হবে। এই সরকার গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না। মুখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দুর্নীতি আর দুঃশাসনের রোল মডেল হিসেবে দেশকে দাঁড় করেছে। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনকে র‌্যাব, পুলিশ এবং বিচার বিভাগ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশের লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর