রবিবার, ৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আন্দোলন ছেড়ে ঘরে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আন্দোলন ছেড়ে ঘরে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

সড়ক দুর্ঘটনার প্রতিবাদে নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে, ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। সেগুলো বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে।’ মন্ত্রী আরও বলেন, ‘দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুুষকে দুর্ভোগে ফেলা আন্দোলনের পদ্ধতি হতে পারে না, শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছে। আশা করি শিক্ষার্থীরা এবার ক্লাসে ফিরে যাবে। তাদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’ এর আগে মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের পক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবর্তন বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম শামীমুজ্জামান, সিন্ডিকেট সদস্য চৌধুরী মুফাদ আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর