সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সংসদে জরুরি অধিবেশন ডাকুন

নিজস্ব প্রতিবেদক

সংসদে জরুরি অধিবেশন ডাকুন

সরকারের উদ্দেশে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে নিরাপদ সড়কের জন্য প্রচলিত আইন সংশোধন করুন। শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন না করে তাদের দাবিগুলো বাস্তবায়ন করুন। এ নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার ইচ্ছা আমাদের নেই। এটা কারোরই ঠিক হবে না।’ গতকাল দুপুরে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী এ আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব  মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, আবদুর রউফ মান্নান, ব্যারিস্টার ওমর ফারুক, আবদুল হান্নান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার ও মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রদের নিরাপদ সড়কের দাবিকে ‘দেশপ্রেম’ ও ‘গণমুখী’ উল্লেখ করে তাদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান বি চৌধুরী।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে  যে আন্দোলন করেছে তাতে এ কথা স্পষ্ট যে, পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীসহ সরকারের মন্ত্রী-এমপি নেতা বা কর্মকর্তা-কর্মচারীর গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভারের লাইসেন্সও নেই। এ থেকেই বোঝা যায়, শুধু পরিবহন সেক্টরেই নয়, সরকারের বিভিন্ন বিভাগেই অদক্ষতা ও দুর্নীতি চরমে। আমরা আশা করব, সরকার এ থেকে শিক্ষা নেবে।

সর্বশেষ খবর