মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ বাংলাদেশের

মেজবাহ্-উল-হক

চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আমি বিশ্বাস করি, জ্ঞানের চেয়েও শক্তিশালী হচ্ছে কল্পনা। ইতিহাসের চেয়েও গুরুত্বপূর্ণ মিথ। সত্যের চেয়েও বড় স্বপ্ন। অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে সবসময় বিজয়ী হয় আশা।’ - আমেরিকান বিখ্যাত লেখক রবার্ট লি ফুলজামের অমর বাণী যেন গতকাল তার স্বদেশ ভূমিতেই আরেকবার প্রতিষ্ঠা করলেন বাংলার টাইগাররা টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারিয়ে। ফ্লোরিডায় আগের ম্যাচে ১২ রানে জয়। গতকাল সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজ আবারও ১৯ রানে পরাজিত করলেন সাকিবরা। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন টাইগাররা। ফ্লোরিডায় টানা দুই ম্যাচ জিতে যেন আমেরিকার মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করে লিটন দাসের সাইক্লোন ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৪ রান করে সফরকারীরা। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৭.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তারপর ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। সিরিজসেরা হয়েছেন টাইগার দলপতি সাকিব নিজেই। এ ম্যাচে আরেকটি আক্ষেপও মিটে গেল, দাপট দেখালেন তরুণ ক্রিকেটাররা! লিটন মাত্র ৩২ বলে করলেন ৬১ রান, মুস্তাফিজ ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। ক্যারিবীয় দ্বীপে সফরে যাওয়ার আগে টাইগাররা হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তানের মতো ‘পুঁচকে’ দলের কাছে। কে ভেবেছিল, এই দলটা ‘পাওয়ার হিটার’ সমৃদ্ধ দল বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বোকা বানিয়ে দেবে তাদের ঘরে! বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে, সেটা না হয় প্রত্যাশাই ছিল। কেন না ক্যারিবীয়দের চেয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে টাইগাররা। কিন্তু টি-২০তে? প্রথম ম্যাচে ক্যারিবীয়রা যেভাবে টাইগারদের উড়িয়ে দিয়েছিল, মনে হচ্ছিল পরের ম্যাচগুলোতে সাকিবদের অবস্থা আরও করুণ হবে! কারণটা পরিষ্কার, ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড স্টেডিয়ামে আগে কখনো হারেনি ওয়েস্ট ইন্ডিজ। এই পয়মন্ত ভেন্যুতে ক্যারিবীয়রা নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকেও। আর বাংলাদেশের তো খেলার অভিজ্ঞতাই নেই ফ্লোরিডায়। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলার সৌজন্যে কেবলমাত্র অধিনায়ক সাকিবের খেলার অভিজ্ঞতা ছিল। তারপরও সেই অভিজ্ঞতা নিয়ে সাকিব নিজেই সন্দিহান ছিলেন, ‘আগে যেমন দেখেছি, ফ্লোরিডায় উইকেট এখন তেমন নেই।’ ইতিহাস ছিল ক্যারিবীয়দের পক্ষে। টি-২০র  অভিজ্ঞতাতেও টাইগারদের চেয়ে যোজন যোজন এগিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সত্য তথা বাস্তবতাও তাদের পক্ষে! দলে ছিলেন আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, কার্লোস ব্রাথওয়েল, রোভমান পাওয়েল, অ্যান্ড্রু ফেচার, এভিন লুইসের মতো পাওয়ার হিটার।  তবে শক্তির কথা চিন্তা না করে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, রুবেলরা কেবলমাত্র জয়ের কথা ভেবে একাগ্র হয়েছেন। বাস্তবতার কথা মাথায় থাকলেও তারা কল্পনায় সাফল্যের ছবি এঁকেছেন। অভিজ্ঞতায় পিছিয়ে থেকেও টাইগাররা আশায় বুক বেঁধেছেন। এই একাগ্রতা, সাফল্যের কল্পনা এবং আশাই বাংলাদেশকে সুযোগ করে দিল আমেরিকার মাটিতে ইতিহাস গড়ার। সাকিবদের টি-২০ সিরিজ জয়টা যেন ঔপন্যাসিক রবার্ট লি ফুলজামের ভাবনার মতোই।

সর্বশেষ খবর