মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
উৎকণ্ঠা কাটিয়ে ব্যবসায়ীরা চান সুষ্ঠু পরিবেশ

অস্থিরতা তৈরিতে বিভিন্ন গোষ্ঠী

কাজী আকরাম

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, একটি যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। কিন্তু এই সুযোগে বিভিন্ন গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে। এরকম হলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হবে, সেটাই স্বাভাবিক। সাম্প্রতিক অস্থিরতা, বিশৃঙ্খলা নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। কাজী আকরাম বলেন, কয়েক দিন ধরে আন্দোলন চলছে। একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন হয়েছে প্রথম কয়েক দিন। আমরাও শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন জানাই। কিন্তু পরে দেখা গেল এতে বিভিন্ন গোষ্ঠী জড়িত হওয়ার অভিযোগ এসেছে। তারা সারা দেশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। আমাদের ব্যবসায়ীরা অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন সংকট মোকাবিলা করার সক্ষমতা রয়েছে। কিন্তু এরকম একটি বিষয় নিয়ে সারা দেশে অস্থিরতা সৃষ্টি হলে স্বাভাবিকভাবেই সব ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। তিনি বলেন, এখন হয়তো ব্যবসার ক্ষয়ক্ষতি চোখে দেখা যাবে না। কয়েক দিন পরেই আমরা এর নেতিবাচক প্রভাব দেখব। এই অস্থিরতার মধ্যে ব্যবসায়ীরা কোথাও যেতে পারছেন না। সড়ক বন্ধ থাকছে। ফলে যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য পরিবহনের সংকট তৈরি হচ্ছে। এটা এক ধরনের ক্ষতি। সীমিত সময় হলে সেটা কাটানো যায়। দীর্ঘ সময় ধরে এমন আন্দোলন চলা উচিত নয় বলে আমরা মনে করি। শিক্ষার্থীদের সঙ্গে বাইরের যারা জড়িত হয়ে এটাকে দীর্ঘায়িত করতে চায়- তারা লাইসেন্সবিহীন ড্রাইভারদের চেয়ে বেশি ক্ষতিকর।

সর্বশেষ খবর