বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঘরে ফিরে গেছে ছাত্ররা

মামলা হলেও আটক হয়নি কোমলমতি কেউ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। গতকাল কোথাও কোনো সংঘাত-সংঘর্ষ হয়নি। তবে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। অন্যদিকে, স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচলও। রাজধানীও ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। স্বস্তি ফিরেছে বেশ কয়েক দিন ধরে উদ্বিগ্ন থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মনে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার শেখ নাজমুল আলম বলেন, নিরাপদ সড়কের দাবি জানানো কোমলমতি ছাত্রদের আমরা কিছুই করিনি। তারা ইতিমধ্যেই ঘরে ফিরে গেছে। তবে গত সোমবার একটি স্বার্থান্বেষী মহল কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে গুজব ছড়িয়ে তাদের ভুলপথে নিয়ে গিয়েছিল। বেশ কিছু দিন ধরেই তারা এ কাজটি করে আসছিল। গত সোমবার আমরা আইন প্রয়োগ করার কারণেই তারা আর মাঠে নামেনি। আমরা আশা করছি তারা আর এমনটি করবে না। জানা গেছে, রাজধানীতে গত কয়েক দিনের বিচ্ছিন্ন ঘটনায় ২৪টি মামলা দায়ের হলেও পুলিশ কোনো শিক্ষার্থীকে গ্রেফতার করেনি। শান্তিপূর্ণভাবেই সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করেছে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান গত কয়েক দিনের গুজব ও ঘটনার জবাব নিজেদের মতো করে দিচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হওয়া গুজবের জবাবও দেওয়া হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি ছাত্রদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। তারা ইতিমধ্যে ঘরে ফিরে গেছে। তবে সবশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি মহল গুজব ছড়িয়ে তাদের ভুলপথে নেওয়ার চেষ্টা করেছিল। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা প্রশ্রয় দিই না। বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের সব প্রস্তুতি ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর