বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কূটনীতিকদের সঙ্গে বৈঠক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করল বিএনপি। গতকাল বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান ছাত্রবিক্ষোভের পূর্বাপর পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য বিভিন্ন দেশের কূটনীতিকদের হাতে পৌঁছে দেওয়া হয়। এ সময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের হামলা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কিছু ভিডিও ও আলোকচিত্র কূটনীতিকদের হস্তান্তর করে বিএনপি। কূটনীতিকরা চলমান পরিস্থিতিতে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে বিএনপির কাছে এ নিয়ে বিস্তারিত জানতে চান। বিএনপির পক্ষ থেকে তার জবাবও দেওয়া হয়। এ ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তিন সিটি ভোটসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগার ইস্যুও বৈঠকে প্রাধান্য পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, এ জে মোহাম্মদ আলী, শামা ওবায়েদ, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার মীর হেলাল, তাবিথ আওয়াল, জেবা খান প্রমুখ। অন্যদিকে কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাতিসংঘ, নরওয়ে, সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইইউ, কুয়েত, স্পেন ও পাকিস্তানের প্রতিনিধি। জানা যায়, বিএনপিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার অনুরোধ জানায় কূটনীতিকরা। এর জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়, বেগম খালেদা জিয়াকে মুক্তি, লেভেল প্লেইং ফিল্ড, সংসদ ভেঙে দিলেই বিএনপি বিবেচনা করবে। এ সময় কূটনীতিকরা জানান, তারা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গেও আলোচনা করবেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন যাতে রাজনৈতিকভাবে হয়রানি না হন সে বিষয়টিও তারা সরকারকে জানাবেন। এ সময় বিএনপির পক্ষ থেকে সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচনের অনিয়মের নানা চিত্র কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়।  বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি কয়েকদিন ধরে যে বক্তৃতা বিবৃতি দিয়ে আসছে তারই একটি সারসংক্ষেপ ইংরেজিতে অনুবাদ করে কূটনীতিকদের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি নিয়েই কূটনীতিকদের জানার আগ্রহ ছিল বেশি। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য ছাড়াও মৌখিকভাবে বেশকিছু তথ্য প্রদান করা হয়।’ বিএনপির আরেক নেতা বলেন, ‘চলমান পরিস্থিতি ছাড়াও তিন সিটিতে ভোটের অনিয়ম, আগামী জাতীয় নির্বাচন ও বেগম খালেদা জিয়ার কারাগার ইস্যুতেও বৈঠকে কথা হয়।’

সর্বশেষ খবর