বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

উদ্বিগ্ন ইইউ ও কানাডা

কূটনৈতিক প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সংঘাত-সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা। গতকাল এক যৌথ বিবৃতিতে তারা সব পক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। পৃথক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ঢাকার কানাডা দূতাবাস। আগের দিন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ডেনমার্কের রাষ্ট্রদূত মিকেল হেমনিটি ভিনটার, স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস হিমেনে দি আসকারাতে, ফ্রান্স দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স জ্যঁ-পিয়েরে পঁশে, ইটালি দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স জুজেপ্পে সেমেনসা, জার্মান দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স মিশায়েল শুলথাস, সুইডেন দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স আন্দের্স ওরস্ট্রম, নেদারল্যান্ডসের শার্জ ডি অ্যাফেয়ার্স ইয়েরোন স্টেগস এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের শার্জ ডি অ্যাফেয়ার্স কন্সটানটিনোস ভারডাকিস স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের বিরুদ্ধে বেআইনি ও অসম সহিংসতার ঘটনা বন্ধ করতে হবে। এরকম যেসব ঘটনা ঘটেছে, তার তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। নিরাপদ সড়কের নতুন আইন প্রণয়নে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইইউ রাষ্ট্রদূতদের বিবৃতিতে বলা হয়, সরকার এ সমস্যার সমাধানে অন্যান্য ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি। কানাডা হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর নৃশংসতায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে নৃশংসতা বন্ধ দাবি করে শিক্ষার্থীদের সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অধিকারে বাধা প্রদানকারীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কানাডা হাইকমিশন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর