বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো সংক্ষিপ্ত সফরে গতকাল দুপুরে বাংলাদেশে এসেছেন। মিয়ানমার সফর শেষ করে ঢাকা আসা জাপানি মন্ত্রী বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন তারো কোনো। আজ সফর শেষে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র জাপানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মাহবুব উজ জামান ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাপানের মন্ত্রী বিকালে যান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে ঘণ্টাখানেক কাটিয়ে রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় এসে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেন তারো কোনো। সূত্র জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর স্বাগতিক দেশের জন্য এবং ২০২৩-২৪  মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রার্থিতার পক্ষে সমর্থনের বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া জাপানের পক্ষ থেকে বাংলাদেশে বৈদেশিক উন্নয়ন সহায়তার বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ,  রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা করেছে জাপান। সোমবার নেপিডোতে মিয়ানমারের স্টেট কাউন্সেলরের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার প্রসঙ্গ নিয়ে কথা বলেন জাপানের মন্ত্রী। বাংলাদেশকে আবারও দ্বিপক্ষীয় পর্যায়ে সমাধানের কথা বলা জাপানের মন্ত্রীকে ঢাকার কূটনীতিক জানিয়েছেন, এ সমস্যার দ্বিপক্ষীয় সমাধান চায় বলেই মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ চুক্তি সই করেছে। পরিস্থিতি দেখতে আগামী ৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন। তবে বাংলাদেশ চায় দীর্ঘদিনের সমস্যাটির সমাধান যাতে টেকসই হয়। এ জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে। জানা যায়, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বিশ্বস্ত বন্ধু জাপান। ঢাকা-টোকিওর মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গত ১৩ থেকে ১৬ মে টোকিও সফর করেন। সে সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।  সে অনুযায়ীই এবারের সফর। এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় এসেছিলেন। ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৩৬ লাখ ডলার দিয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছে। এ ছাড়া জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর