বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক

মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা তদন্তে ডিবি

মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠাতে সুপারিশ করেছে মোহাম্মদপুর থানা। গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান।

তিনি বলেন, বার্নিকাটের ওপর হামলার ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) অধিকতর তদন্তের জন্য ডিবিতে পাঠাতে একটি সুপারিশপত্র সোমবার ডিএমপি সদর দফতরে পাঠানো হয়েছে। ডিএমপি কমিশনারের অনুমোদন সাপেক্ষে আজ (বুধবার) ঘটনার তদন্তে নামবে ডিবি পশ্চিম বিভাগ। এর আগে গত ৫ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় ওই জিডি করেন।  পুলিশ জানায়, সুজন সম্পাদকের অভিযোগে প্রাথমিক তদন্তে কিছু তথ্য পাওয়া গেছে। এ সময় আশপাশের লোকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বদিউল আলম মজুমদারের পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বার্নিকাটের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনা দরকার। জিডিতে সুজন সম্পাদক উল্লেখ করেন, গত ৪ আগস্ট রাতে তার বাসায় বার্নিকাট দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে বের হওয়ার সময় বার্নিকাটের গাড়িতে কে বা কারা হামলা চালায়। এ সময় তার বাড়িতেও ঢিল ছোড়া হয়।

সর্বশেষ খবর