বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বঙ্গমাতা বাঙালি নারীদের অনুপ্রেরণার উৎস : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তা, ধৈর্য ও সাহস নিয়ে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতেন। বাংলার মানুষের মুক্তিসংগ্রামে প্রতিনিয়তই তিনি বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এক অবিচ্ছেদ্য সত্তা, এ সত্তাকে কখনই পৃথক করা যাবে না। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গমাতার অবদান অনস্বীকার্য। তিনি বুদ্ধিমত্তা, ধৈর্য ও রাজনৈতিক প্রজ্ঞার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয় থাকবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীতে গতকাল উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় স্পিকার এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘বাঙালির মুক্তি সংগ্রামে ফজিলাতুন নেছা মুজিব’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা বাপ্পী এমপি, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাহনাজ মুন্নী। সঞ্চালনা করেন উইমেন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি। ড. শিরীন শারমিন আরও বলেন, শেখ ফজিলাতুন নেছা মুজিব কেবল জাতির পিতার সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক স্মরণীয় অনুপ্রেরণাদাত্রী। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা এ মহীয়সী নারীর। তিনি আমাদের অহংকার। সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আগেকার পরিস্থিতি বিশ্লেষণে। তখন বিভিন্নজন বঙ্গবন্ধুর বাসভবনে এসে বিভিন্ন কথা বলছিলেন। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে বলেন, কারও কথায় নয়, তোমার মন যা বলে তুমি তা-ই বলবে। এতদিন ধরে তুমি যে রাজনীতি করেছ, যাদের জন্য জীবনে এত কষ্ট করেছ, শুধু তাদের কথা মনে রেখ। ফরিদা ইয়াসমিন আগামীদিনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বঙ্গমাতার জীবনকে আদর্শ হিসেবে ধারণ করার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর