শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
আসামের নাগরিক তালিকা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে না

নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সব সময়ই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে, তাই আসামে প্রকাশিত নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুটি আমাদের উভয় দেশের চমৎকার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। এ মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল দিল্লিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, ‘নাগরিকপঞ্জি প্রকাশের আগে ও তার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমরা নিবিড় যোগাযোগ রেখে চলেছি। আমরা বাংলাদেশকে আশ্বস্ত করেছি যে, এটা কেবল একটা খসড়া এবং এ পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং আসামের নাগরিকদের চিহ্নিতকরণের কাজটি এখনো চলছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, ‘বাংলাদেশ সরকারেরও ধারণা হয়ে গেছে যে, এই চলমান প্রক্রিয়াটি ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়। তাই নাগরিকপঞ্জির খসড়া তালিকা বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না।’

গত ৩০ জুলাই আসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসির কাছে জমা পড়া ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ ৭ হাজার বাসিন্দা। এর পরই কেন্দ্রের শাসকদল বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিষয়টিকে বিজেপির গেমপ্ল্যান বলে অভিযোগ করে কংগ্রেস। বাংলাদেশি অনুপ্রবেশের নামে আসাম থেকে বাঙালি বিতাড়নের যে চেষ্টা চালানো হচ্ছে তাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকার যদি তাদের সিদ্ধান্ত বদল না করে তবে গৃহযুদ্ধ লেগে রক্তগঙ্গার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা। যদিও কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সবাইকে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আরজি জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ‘তালিকায় যাদের নাম নেই তাদের ভয় বা আতঙ্কের কিছু নেই। কোনো ব্যক্তিকেই হয়রানির শিকার হতে হবে না।’

সর্বশেষ খবর