শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের আলোচিত-সমালোচিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইর ১৪ বছরের সাজা বহাল রেখেছেন বিশেষ দায়রা জজ আদালত। বৃহস্পতিবার সকালে আপিলের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা বাগান দখলের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের নিম্ন আদালতে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ১৪ বছরের সাজা দেওয়া হয়েছিল। সেটির বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে বৃহস্পতিবার সকালে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক নিম্ন আদালতের রায় বহাল রাখেন। রাষ্ট্রপক্ষের একমাত্র আইনজীবী ও জননিরাপত্তা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী এ আদেশের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আদালত রাগীব আলী ও তার ছেলের সাজার রায় বহাল রেখেছেন। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে শহরতলির তারাপুর চা বাগান ৯৯ বছরের জন্য লিজ নেওয়ার অভিযোগে বিগত ২০০৫ সালে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন তৎকালীন সহকারী কমিশনার ভূমি এসএম আবদুল কাদের। তদন্ত এবং বিচার শেষে এই মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেট জেলা আদালতের তৎকালীন মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো পাঁচটি ধারায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।’ আসামি পক্ষের আইনজীবী ছিলেন- সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট এটিএম মাসুদ টিপু, অ্যাডভোকেট মঈনুল ইসলাম।

সর্বশেষ খবর