শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানের জালে ১৪ গোল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের জালে ১৪ গোল বাংলাদেশের

গোল উদযাপনে বাংলাদেশের কিশোরীরা —সংগৃহীত

পাকিস্তানকে হারাবে এ নিয়ে সংশয়ে ছিল না বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। কিন্তু ব্যবধান এত বড় হবে তা ভাবতে পারেননি মারিয়ারা। ভুটানের থিম্পুতে গতকাল অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ নারী ফুটবলে উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়েই চ্যাম্পিয়ন মাবিয়াদের সেমিফাইনাল খেলাটা নিশ্চিতই বলা যায়। দলের পক্ষে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন শামসুন্নাহার। তহুরা, সাজেদা খাতুন ও অনাই মগিনি ২টি করে, মনিকা, মারিয়া, আঁখি ও ডিফেন্ডার শামসুন্নাহার ১টি করে গোল করেন। ১৩ আগস্ট নেপালের বিপক্ষে গ্রুপের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। গত বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এবারও লক্ষ্য শিরোপা ধরে রাখা। গতকাল ম্যাচ শেষে অধিনায়ক মারিয়া বলেন, পাকিস্তানের বিপক্ষে এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আশা করি পরবর্তী ম্যাচগুলোতেও আমরা সেরা খেলাটা খেলেই দেশকে জয় উপহার দেব। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমার বিশ্বাস ছিল মেয়েরা সহজভাবে জিতেই মাঠ ছাড়বে। তবে ব্যবধান এত বড় হবে ভাবতেই পারিনি। আশা সামনেও আমরা ভালো খেলব।

সর্বশেষ খবর