শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে আজ তারা অবহেলিত। তাদের সঠিক মূল্যায়ন করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে লেখক ও কলামিস্ট আহবাব চৌধুরী খোকন রচিত কালের ভাবনা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমাজউদ্দীন আহমদ বলেন, আজ জাতি বিভক্ত। রাজনীতি থেকে শুরু করে প্রতিটি পেশার মানুষের মধ্যে বিভাজন চলছে। বর্তমান রাজনীতিতে একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করছে। যে কারণে বিভক্ত তৈরি হচ্ছে। এ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাজনীতি কলুষমুক্ত করতে হবে। শিক্ষার হার বৃদ্ধি করে দেশকে আরও উন্নয়ন করতে হবে। আশা করছি, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শহীদরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদের সেই স্বপ্ন পূরণ হবে। আহবাব চৌধুরী খোকন রচিত বইয়ের প্রশংসা করে তিনি বলেন, বইয়ে দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা বেশি বেশি লিখতে হবে। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, বর্তমানে আইনের শাসন নেই। বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে শান্তি আনতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যুক্তিযুদ্ধে যার যে অবদান তাকে সেটি ফিরিয়ে দিতে হবে। জনগণের শক্তিই মূল শক্তি। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। ভোটাধিকারের সুযোগ দিতে হবে। রাজনীতিক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর