রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

টানা দ্বিতীয় মেয়াদে সিলেটের মেয়র আরিফ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

টানা দ্বিতীয় মেয়াদে সিলেটের মেয়র আরিফ

অবশেষে অপেক্ষা ফুরাল বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে গতকাল শনিবার পুনঃভোট গ্রহণ শেষে ব্যবধান বাড়িয়ে মেয়র পদে জয়ী হয়েছেন আরিফ। এ নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন বিএনপির এই নেতা। আরিফের কাছে টানা দুইবার পরাজয় বরণ করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। সিসিকের চতুর্থ নির্বাচনে ১৩৪টি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট। ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আরিফ। পুনঃভোটে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২২১ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৩১২ জন। ধানের শীষ প্রতীকে আরিফ পান ১০৪৯ ভোট, নৌকায় কামরান পান ১৭৩ ভোট। এ ছাড়া হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ৩৫৪ ভোট। এ কেন্দ্রে মোট ২৫৬৬ জন ভোটারের মধ্যে ১৫০১ জন ভোট দিয়েছেন।

এর আগে গত ৩০ জুলাই সিসিক নির্বাচনে অনিয়মের কারণে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সিসিকের বাকি ১৩২টি কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছিলেন ৯০ হাজার ৪৯৬ ভোট এবং বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৮৫ হাজার ৮৭০ ভোট। ওই ফলাফলে আরিফ ৪৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু স্থগিতকৃত দুই কেন্দ্রে ভোট সামান্য বেশি হওয়ায় আরিফকে বিজয়ী ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

আরিফের কৃতজ্ঞতা : টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। বিজয় নিশ্চিত হওয়ার পর আরিফ বলেন, ‘আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞ। সবাইকে নিয়ে একটি আধুনিক নগরী গড়তে কাজ করব আমি। গত মেয়াদে যেসব কাজ শুরু করেছিলাম, কিন্তু প্রায় তিন বছর কারাগারে থাকায় শেষ করতে পারিনি। এবার সেসব অসম্পূর্ণ কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে চাই।

কামরানের অভিনন্দন : সিসিকের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, ‘মেয়র নির্বাচিত হওয়ায় আরিফ সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। সিসিক নির্বাচনে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে।’

কাউন্সিলর পদে যারা বিজয়ী : সিসিকের সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে দুই সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর ভোট সমান হওয়ায় গতকাল ১৪টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজনীন আক্তার কণা। জিপ গাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট। ২৪নং ওয়ার্ডে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ২৭নং ওয়ার্ডে হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় এ দুই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী এবং সিসিকের সংরক্ষিত ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীও নির্ধারণের বিষয়টি আটকে ছিল। কাল ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন সোহেল আহমদ রিপন। ঠেলাগাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৩৪০৭ ভোট। ২৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আজম খান। ঘুড়ি প্রতীকে তার প্রাপ্ত ভোট ৩৮১০। সিসিকের সংরক্ষিত ৮নং ওয়ার্ডে জিপ গাড়ি প্রতীকে ৬৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেবেকা আক্তার লাকী। এ ছাড়া সংরক্ষিত ৯নং ওয়ার্ডে চশমা প্রতীকে ৮৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রোকসানা বেগম শাহনাজ।

সর্বশেষ খবর