রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চীনা ছাত্রদের ভবিষ্যৎ নির্দেশনা ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

চীনা ছাত্রদের ভবিষ্যৎ নির্দেশনা ইউনূসের

চীনের তরুণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এলে তিনি ছাত্রদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নির্দেশনা দেন। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত ৯ আগস্ট চীনের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় ইউনূস সেন্টারে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই তরুণ প্রতিনিধিরা ইয়ুথ ফর এসডিজি এশিয়া লিডারশিপ প্রোগ্রামের অধীনে চীনের ২০টি ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসেছেন। বৈঠকে প্রফেসর ইউনূস তাঁর কর্ম ও অভিজ্ঞতা নিয়ে এই তরুণদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ইউনূস চীনে সম্পদের দ্রুত কেন্দ্রীকরণের প্রবণতার ওপর বিশেষভাবে জোর দিয়ে বলেন, আগামী ৫ বছরে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা পৃথিবীর আর সব দেশকে, এমনকি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে। এ ছাড়া আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের কারণে আগামী বছরগুলোতে চীনকে ব্যাপক বেকারত্বের মুখোমুখি হতে হবে। প্রতিনিধি দলটি আগামী ১০ দিন বাংলাদেশে অবস্থান করবে এবং এখানকার মানুষদের সঙ্গে কাজ করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তাদের সামাজিক ব্যবসা গড়ে তুলতে অভিজ্ঞতা গ্রহণ করবে।

সর্বশেষ খবর