সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লার নাশকতা মামলায় খালেদার জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন বাতিল করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের জামিন বাতিলের আবেদনের বিষয়ে ‘নো অর্ডার’ দিয়েছে। ফলে খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া ছয় মাসের জামিন আদেশই বহাল থাকছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী এ কে এম এহসানুর রহমান।

আদেশের পর এহসানুর রহমান জানান, রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ নো অর্ডার দিয়েছে। এর মানে হলো, জামিন স্থগিতের বিষয়ে কোনো আদেশ সর্বোচ্চ আদালত দেয়নি। অর্থাৎ হাই কোর্টের দেওয়া ছয় মাসের জামিনই বহাল রইল। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। বিএনপির টানা অবরোধ-হরতালের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রলবোমা হামলায় আট যাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা ও বিস্ফোরক মামলা করে পুলিশ। পরে পুলিশের আবেদনে বিস্ফোরক আইনের মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রূপান্তর করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওই মামলায় তিনি হাই কোর্ট ও আপিল বিভাগ থেকে জামিন পেলেও বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তার মুক্তি আটকে যায়। এ কারণে বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদন করা হয়েছিল কুমিল্লার বিশেষ আদালতে। বিচারিক আদালত ২৫ জুলাই কুমিল্লার আদালত খালেদার জামিন আবেদন নামঞ্জুর করলে ২৯ জুলাই ফের হাই কোর্টে তার জামিন আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়েই ৬ আগস্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ। রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে গেলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোনো আদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিয়মিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হয় এবং গতকাল আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সর্বশেষ খবর