সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জামিন নামঞ্জুর চার বিক্ষোভকারীর

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের কর্তব্যে বাধা ও ভাঙচুরের মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।

গতকাল রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় আসামি তরিকুল ইসলাম ও রেদোয়ান আহম্মেদের জামিন আবেদন করেন তাদের আইনজীবী কবির হোসাইন। ভাটারা থানার করা মামলায় আসামি মাসহাদ মুর্তজা আহাদ ও আজিজুল করিম অন্তরের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে বাড্ডা ও ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে। এর আগে ৯ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ২২ ছাত্রের মধ্যে এ চারজনও রয়েছেন। ৭ আগস্ট পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেওয়া ও ভাঙচুরের পৃথক দুই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল।

সর্বশেষ খবর