মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মর্যাদা

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন ২০১৮-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, কওমি সনদের স্বীকৃতি আগে থেকেই দেওয়া হয়েছে। সেটাকে এখন আইনি কাঠামোতে নিয়ে আসা হচ্ছে। সারা দেশে ছয়টি বোর্ড কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করছে। এদেরকে নিয়ে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড করা হবে। আলহাইয়্যাতুল উলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ নামে এই বোর্ডের কার্যালয় হবে ঢাকায়। তিনি বলেন, বোর্ড কমিটি সনদ নিয়ে যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। কমিটির নিবন্ধিত মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদ ইসলামিক স্টাডিজ ও আরবির মাস্টার্স সনদের সমমান বিবেচিত হবে। এই কমিটির অধীনে ও তত্ত্বাবধানে দাওরায়ে হাদিসের পরীক্ষা হবে। সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল ও সনদ তৈরিসহ অন্যান্য কাজে এক বা একাধিক কমিটি করা যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের উদ্দেশ্য পূরণে বিধি ও সংবিধি প্রণয়নের সুযোগ রাখা হয়েছে। অন্যান্য আইনে যাই থাকুক না কেন এই আইনের বিধানাবলি প্রাধান্য পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি যেটা ছিল সেটাকে বোর্ড আকারে নিয়ে আসা হয়েছে, ছয়টি বোর্ডকে একীভূত করে এই বোর্ড করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা একটি ব্যতিক্রমী বিষয়। এটা হলো মূলত কওমি মাদ্রাসায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে তাদেরকে মূল ধারায় নিয়ে আসা। সরকারের এই কাঠামোতে নিয়ে আসা এটা যুগান্তকারী পদক্ষেপ। কওমি শিক্ষার্থীদের মাস্টার্সের আগের অন্য ডিগ্রিগুলোর স্বীকৃতি না দিয়ে সর্বোচ্চ ডিগ্রির স্বীকৃতি কীভাবে হয়—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা সরকারের পলিসি, আইনের বাইরে আমাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুই দিন পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।

সর্বশেষ খবর