মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
নেপালকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন

অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। এবারও অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার অন্যতম দাবিদার। পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের জয় সেই দাবিকে আরও শক্ত ভিত দিয়েছে। গতকাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে মুখোমুখি হয়েছিল ‘হিমালয় দুহিতা’ নেপালের। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫। যুব মহিলাদের পক্ষে গোল তিনটি করেছে তহুরা খাতুুন, মারিয়া মান্ডা ও সাজেদা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে নেপালের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ১৬ আগস্ট সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। নেপাল খেলবে ভারতের বিপক্ষে।  এই চাংলিমিথাং স্টেডিয়াম বাংলাদেশের বিভীষিকাময় এক নাম। ২০১৬ সালের অক্টোবরে এখানে ভুটানের কাছে এশিয়ান কাপের চ্যাম্পিয়নশিপের প্রাক বাছাইয়ে হেরেছিল বাংলাদেশ। সেই ধাক্কা সামলে সামনে এগিয়ে যেতে জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অথচ সেই মাঠে দারুণ, উজ্জীবিত ফুটবল খেলছে যুব মহিলারা। প্রথম ম্যাচে পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেপালের উপর পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলেছে। যদিও ৪৫ মিনিট পর্যন্ত সমানে সমান লড়েছে নেপাল। কিন্তু অতিরিক্ত সময়ে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অতিরিক্ত সময়ে মারিয়া মান্ডার বল ধরে ফাঁকায় দাঁড়ানো তহুরাকে দেন। তহুরা হেডে এগিয়ে নেন দলকে(১-০)। ওই গোলের পরই বিরতির বাঁশি বাজে। প্রথম ম্যাচে দুই গোল করেছিলেন তহুরা। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। ৫১ মিনিটে দলকে দ্বিতীয় গোল উপহার দেন অধিনায়ক মারিয়া মান্ডা (২-০)। ৬৭ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন সাজেদা খাতুন (৩-০)। স্বাগতিক ভুটানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। ১৬ আগস্ট সেমিফাইনাল এবং ১৮ আগস্ট ফাইনাল।

সর্বশেষ খবর