মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শোকের মাসে আর দুঃখ বাড়াবেন না

নিজস্ব প্রতিবেদক

শোকের মাসে আর দুঃখ বাড়াবেন না

নিরাপদ সড়কের আন্দোলন থেকে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দিয়ে তাদের নিয়মিত পড়াশোনার কাজ চালিয়ে যেতে সরকারকে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এখন শোকের মাস চলছে। শোকের মাসে জনগণের দুঃখ আর বাড়াবেন না। দয়া করে এই ছাত্রদের মুক্তি দিয়ে, পড়াশোনায় নিয়মিত হওয়ার সুযোগ করে দিন।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। গণমাধ্যমকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট-ঢাকা মহানগরী উত্তর শাখা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ আলোকচিত্রী শহিদুল আলমেরও মুক্তি দাবি করেন। মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘নিরাপদ সড়কের নিশ্চয়তা ও সড়কে নানা অব্যবস্থাপনার সংস্কার চেয়ে ছাত্রদের আন্দোলনকে সরকার সঠিক বলে অভিহিত করেছে। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের ওই আন্দোলনের জন্য প্রশংসা করেছেন। তবে কেন ২২ জন ছাত্রকে এ আন্দোলনের জন্য গ্রেফতার করে রাখা হলো?’ কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন, তাদের মুক্তির দাবিও করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সর্বশেষ খবর