বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধারা আজ ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধারা আজ ঐক্যবদ্ধ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ক্যাপটেন এ বি তাজুল ইসলাম (অব.) বলেছেন, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের শাস্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা যে কোনো মূল্যে তা প্রতিহত করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ। গতকাল দুপুরে রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়। সংগঠনের নির্বাহী চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদের সভাপতিত্বে বক্তৃতা করেন কামাল আহমেদ মজুমদার এমপি, সংগঠনের মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, মো. আবদুল হাই, সৈয়দ সামছুল কাউনাইন কুতুব, মাহমুদ পারভেজ জুয়েল, রফিকুল ইসলাম, মাকসুদ আহম্মেদ, মোশাররফ হোসেন, শফিকুর রহমান শহীদ, মো. হুমায়ুন কবির, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।

সর্বশেষ খবর