বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গ্রেফতার সবার মুক্তি চায় হিউম্যান রাইটস ওয়াচ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় একের পর এক গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এটি বাকস্বাধীনতার পরিপন্থী কাজ। এসব গ্রেফতার নীরবে ভয় দেখানো এবং এক ধরনের হুমকির মধ্যে রাখা।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে ২৯ জুলাই থেকে রাস্তায় নামে হাজার হাজার শিক্ষার্থী। তাদের নিরাপদ সড়ক, সরকারের জবাবদিহি নিশ্চিত এবং আইনের বাস্তবায়নের দাবিতে চলা আন্দোলনে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরাও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সরকার এই সহিংসতার মাধ্যমে সমালোচনাকারীদের কণ্ঠ রোধ করেছে। পরবর্তীতে পুলিশ শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিকে রেইড চালায়। ভুক্তভোগী শিক্ষার্থীরা এইচআরডব্লিউকে জানিয়েছে, পুলিশ তাদের প্রতিটি দরজায় কড়া নেড়েছে। আন্দোলন-সংক্রান্ত তথ্য উদঘাটনে তাদের ব্যবহূত মোবাইল ফোনে তল্লাশি চালিয়েছে। বিবৃতিতে এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, লাঠিসোঁটা, রড, পাইপ হাতে নিয়ে আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনা দেখে মনে হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার বিরুদ্ধে করা যে কোনো ধরনের সমালোচনা সহ্য করতে অক্ষম। সরকারের উচিত আইনবহির্ভূতভাবে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আটক করা। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন করায় গ্রেফতার সব বন্দীকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সর্বশেষ খবর