বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতি মানুষের মুক্তির প্রধান অন্তরায়

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মানুষের মুক্তির প্রধান অন্তরায়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা। পাশাপাশি দুর্নীতি সাধারণ মানুষের মুক্তিরও প্রধান অন্তরায়। তিনি গতকাল দুদক প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আইন ও বিধি-বিধান না মানা। শিক্ষা, স্বাস্থ্য কিংবা সড়কের মূল সমস্যা হচ্ছে আইন না মানা। আর এই না মানাই দুর্নীতি। যদি দুর্নীতি দমন বা প্রতিরোধ করা যায়, তবেই শিক্ষাসহ সর্বপ্রকার সরকারি সেবা মানুষ হয়রানিমুক্তভাবেই পাবে। তিনি বলেন, জাতীয় শোক দিবসে আমাদের শপথ হোক- আমরা সবাই আইন মানব এবং আইন না মানার এই সংস্কৃতি বন্ধ করতে সচেষ্ট হব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইকবাল মাহমুদ আরও বলেন, জাতীয় শোক দিবস যেমন সত্য, তেমন দিনটি লজ্জার এবং কলঙ্কেরও। কারণ আমি এমন একটি দেশের নাগরিক যে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। সেই দেশেরই কতিপয় দুর্বৃত্ত তাকে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি এ কলঙ্ক ভবিষ্যতে হাজার বছর পরের প্রজন্মকেও বহন করতে হতে পারে। ইকবাল মাহমুদ বলেন, আমাকে আশার আলো দেখায় নতুন প্রজন্মের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীর উজ্জ্বল মুখ, যারা আমাদের ব্যর্থতা দেখিয়ে দেয়। এই প্রজন্মই সত্যিকারার্থে জাতির পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করে। তিনি বলেন, বিআরটিএ যদি দুর্নীতিমুক্ত হতো তাহলে কীভাবে রংচটা, হেডলাইটবিহীন গাড়ি ফিটনেস সার্টিফিকেট পায়? আমরা বিআরটিএর কার্যক্রম দেখছি, বর্তমানে কৌশলগত কারণেই হস্তক্ষেপ করছি না। তারা যদি বেআইনি কিছু করে, জনস্বার্থেই কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি গুরুত্ব দেবে। শোক সভায় আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, মহাপরিচালক মোহাম্মদ জয়নুল বারী, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতার পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর