শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফাইনালে বাংলাদেশের সঙ্গে ভারত

৫-০ গোলে উড়ে গেল ভুটান

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে বাংলাদেশের সঙ্গে ভারত

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন তহুরা খাতুন, আঁখি খাতুনরা। গোলাম রব্বানী ছোটনের কোচিংয়ে দুরন্ত ফুটবল খেলে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে প্রতিপক্ষ প্রতিবেশী ভারত। চ্যাম্পিয়নশিপের গত আসরেও দুই দেশ ফাইনাল খেলেছিল। চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে যুব মহিলা দল গতকাল চাংলিথিমান স্টেডিয়ামে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে মহিলা ফুটবল দল। আগের চ্যাম্পিয়নশিপে ৬-০ গোলে জিতেছিল বাংলাদেশ। আরেক সেমিফাইনালে ভারত ২-১ গোলে হারিয়েছে নেপালকে। সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে তহুরা খাতুনরা গোল করেছেন ২২টি। বিপরীতে গোল হয়নি একটিও। লিগ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল মহিলা ফুটবলাররা। ১৪-০ গোলের রেকর্ড জয় নিয়ে মাঠ ছেড়েছিল ছোটনের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ৩-০ গোলে। দুই ম্যাচে ১৭ গোলের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলতে নামেন তহুরারা। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেললেও প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হয় ১৭ মিনিট পর্যন্ত। দলকে এগিয়ে নেন অনাই মোগিনি ১৭ মিনিটে ঠাণ্ডা মাথায় গোল করে (১-০)। ৩৮ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন অনচিং মোগিনি (২-০)। প্রথমার্ধে আরও একটি গোল করেন স্ট্রাইকার তহুরা। ৪৩ মিনিটে ম্যাচের তৃতীয় এবং চ্যাম্পিয়নশিপে নিজের চার নম্বর গোলটি করেন তহুরা (৩-০)। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে স্বাগতিক ভুটান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের গতির সঙ্গে পেরে উঠেনি। ৬৯ মিনিটে আরও একটি গোল করে দলের ফাইনাল নিশ্চিত করেন মারিয়া মাণ্ডা (৪-০)। ৮৬ মিনিটে ম্যাচের পঞ্চম গোলটি করেন সাজিদা আক্তার রিপা(৫-০)। একই দিনে জাকার্তায় এশিয়ান গেমসে বাংলাদেশ অলিম্পিক দল ১-১ গোলে ড্র করেছে  থাইল্যান্ডের সঙ্গে।

সর্বশেষ খবর