শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আমীর খসরুকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

আমীর খসরুকে দুদকে তলব

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের স্বাক্ষরিত এক নোটিসে তাকে আগামী ২৮ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘আমীর খসরু’-এর একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হয়। এরপর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে মামলাও হয়। ওই ঘটনার পর আমীর খসরু ওই ফোনালাপের কণ্ঠ তার নয় বলে দাবি করেন। দুদক সূত্র জানায়, তিনি বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের অনুসন্ধান চালাচ্ছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর