শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন পূরণের পথে হাঁটছেন তহুরা, মগিনি ভগ্নিদ্বয়, আঁখিরা। ভুটানের রাজধানী থিম্পুর চাঙলিমিথাঙ স্টেডিয়ামে আজ যদি প্রতিবেশী ভারতকে হারাতে পারেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা, তাহলে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। একই সঙ্গে কোনো আসরে টানা শিরোপা জয়ের ইতিহাস গড়বে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী দুই প্রতিপক্ষ।

দুরন্ত ফুটবল খেলে চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ফাইনালে ওঠার আগে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২২ বার। বিপরীতে নিজেদের গোলবার অক্ষত রেখেছেন মাহমুদা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ১৪-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে দেয় ‘হিমালয় দুহিতা’ নেপালকে। দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ভুটানের। তহুরা. অনচিং মগিনি, আঁখি, শামসুন্নাহাররা দুরন্ত গতির ফুটবল খেলে বিধ্বস্ত করে স্বাগতিকদের। ৫-০ গোলে জয়লাভ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতও তিন ম্যাচে জয় নিয়ে ফাইনালে উঠে আসে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ ও দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারায় ১-০ গোলে। সেমিফাইনালে ২-১ গোলে হারায় নেপালকে। আজকের ফাইনালের আগে গত ডিসেম্বরে বাংলাদেশ ও ভারত পরস্পরের মুখোমুখি হয়েছিল। প্রথম আসরের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল ভারতকে। আজ যদি জিতে যায়, তাহলে যে কোনো আসরে ভারতের বিপক্ষে টানা তিন জয়ের বিরল রেকর্ড গড়বে বাংলাদেশ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর