শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অটল বিহারি বাজপেয়ির শেষকৃত্য সম্পন্ন

দীপক দেবনাথ, কলকাতা

অটল বিহারি বাজপেয়ির শেষকৃত্য সম্পন্ন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শেষকৃত্য অনুষ্ঠান গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বিকালে দিল্লির রাষ্ট্রীয় স্মৃতি স্থলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেখানে সেনাবাহিনীর তরফে তাকে গান স্যালুট দেওয়া হয়। পরে হিন্দু রীতি মেনেই তাকে দাহ করা হয়। বাজপেয়ির মুখাগ্নি করেন তার পালিত কন্যা নমিতা কাউল ভট্টাচার্য। এর আগে স্মৃতি স্থলে শায়িত তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, দলটির সভাপতি অমিত শাহ, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আসাম, মনিপুর, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশসহ অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী। বাজপেয়িকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন রাষ্ট্রীয় স্মৃতি স্থলে উপস্থিত ছিলেন ভুটানের রাজা জিগমে কেশর নামগিয়াল ওয়াংচুক, শ্রীলঙ্কার কার্যকরী পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কিরিয়েলা, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, পাকিস্তানের আইনমন্ত্রী সৈয়দ আলী জাফর, নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গওয়ালি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ। ভারতের সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে গিয়ে মাহমুদ আলী জানান, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাজপেয়ির অবদান ও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা আজও স্মরণ করি। বাংলা সংগীতের প্রতি তার খুব ভালোবাসা ছিল। তিনি যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আমার দিল্লিতে কূটনৈতিকের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল’। এর আগে দিল্লির ৬ নম্বর কৃষ্ণ মেনন মার্গের বাসা থেকে সকাল ৯টায় তিরঙ্গা পতাকায় মোড়ানো বাজপেয়ির মরদেহ নিয়ে আসা হয় দিল্লির দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর কার্যালয়ে। সেখানেও তাকে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রী, বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, শীর্ষ রাজনীতিবিদরা। দুপুর ২টা নাগাদ বিজেপির সদর কার্যালয় থেকে শুরু হয় অটল বিহারি বাজপেয়ির অন্তিম যাত্রা। দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গ, দিল্লি গেট-নেতাজি সুভাষ মার্গ-রিং রোড-রাজঘাট হয়ে অটল বিহারি বাজপেয়ির দেহ বহনকারী সেনাবাহিনীর গাড়ি পৌঁছায় রাষ্ট্রীয় স্মৃতি স্থলে। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে শিশু-কিশোর-বৃদ্ধ থেকে তখন আরও প্রায় কয়েক লাখ মানুষ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান।  উল্লেখ্য, দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার বিকালে দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ভারতরত্ন,’ ‘পদ্ম-বিভূষণ,’ ও ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ পদকপ্রাপ্ত অটল বিহারি বাজপেয়ি। ভারতের সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের নির্বাচনে জয়ী দলের প্রধান ও ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘের তরফেও টুইট করে বাজপেয়ির মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

সর্বশেষ খবর