শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
রাজধানীর ট্রাফিক ব্যবস্থা

আজ থেকে মাঠে নামছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ থেকে মাঠে নামছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সেবা সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। সংশ্লিষ্ট সেবা সংস্থার সমন্বয়ে গঠিত একটি দল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি), স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), মহাপরিচালক (জিআইইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের এয়ারপোর্ট রোড থেকে নগর ভবন পর্যন্ত সড়ক পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সড়ক ব্যবস্থার উন্নয়নে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে করণীয় পদক্ষেপ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠাবে। তাদের পাঠানো প্রতিবেদন থেকে গৃহীত পদক্ষেপসমূহ গভর্নেন্স ইনোভেশন ইউনিট পুনরায় বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর উপস্থাপন করবে। সভায় আজ থেকে বাস্তবায়ন শুরু হওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ফুটওভার ব্রিজ এবং আন্ডার পাসের উভয় পাশে ১০০ মিটারের মধ্যে রাস্তা পারাপার সম্পূর্ণ বন্ধ করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ। এ ছাড়া ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিককে ‘ধন্যবাদ’ কিংবা ‘প্রশংসাসূচক’ সম্বোধনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক এবং ফুটপাথ দখলমুক্ত করে জেব্রা ক্রসিং ও রোড সাইন দৃশ্যমান করার সিদ্ধান্ত আজ থেকে বাস্তবায়ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর