শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মানুষকে কথা বলতে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

মানুষকে কথা বলতে দিতে হবে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হাতে দড়ি বেঁধে ছাত্রদের নিয়ে যাওয়া সভ্য সমাজের লক্ষণ নয়। মানুষকে কথা বলতে দিন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের ব্যানারে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, মুখ বন্ধ সমাজের মা হবেন না। সব জায়গায় ভূত দেখা ছাড়েন, ভুল পথে চালিত হবেন না। মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন একটি নিরাপদ আন্দোলন। এটি সরকারবিরোধী কোনো আন্দোলন ছিল না। সরকার পতন এবং রাজনীতির কোনো আন্দোলন ছিল না। বাংলাদেশের ১৬ কোটি মানুষ চায়, যখন তারা রাস্তায় হাঁটবে নিরাপদে হাঁটবে। শুধু ঢাকা মহানগরীতে নয়, সারা দেশে নিরাপদ সড়কের জন্য ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল। মন্ত্রী, এমপি সবাই বলছেন, আন্দোলনে অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হবে। অথচ সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। এ সময় ছেলের মুক্তি চেয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের মা সালেহা বেগম বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। তাকে ছাড়া আমি ঈদ করতে পারব না। ছেলের সঙ্গে ঈদ করতে দিন। ঈদের আগে রাশেদকে ছেড়ে দিন।

কোটা আন্দোলনের আরেক নেতা তারিকুল ইসলামের বাবা শফিকুল ইসলাম বলেন, ছেলে ছাত্রলীগের রাজনীতি করত। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম। আন্দোলন করে সে এখন কারাগারে। কার কাছে গেলে ছেলেকে ফিরে পাব? তিনি কোটা আন্দোলনে গ্রেফতার হওয়া অন্যান্য শিক্ষার্থীর মুক্তি দাবি করেন।

সর্বশেষ খবর