শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলবে না

সাভার প্রতিনিধি


মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলবে না

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদ সামনে রেখে মহাসড়কে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে পারবে না। এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। গতকাল বিকালে ঢাকার সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবস্থা পরিদর্শন শেষে আশুলিয়ার বাইপাইলে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঈদের পশুবাহী ট্রাকগুলোর চলাচল পথে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। ট্রাকগুলো যাতে নির্বিঘ্নে  চলাচল করতে পারে পুলিশ সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা রাস্তায় থাকছেন, তারা নিয়মিত সড়ক পরিদর্শন করছেন। যানজট মোকাবিলায় সারা দেশে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে। জাবেদ পাটোয়ারী জানান, যাত্রীদের নিরাপত্তা দিতে পুলিশের তত্পরতা বাড়ানো হয়েছে। অজ্ঞান ও মলম পার্টির বিরুদ্ধে গত ঈদের মতোই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রামে যাওয়া মানুষের বাড়িঘরের নিরাপত্তার জন্য মহানগরে পুলিশের টহল স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলার সময় সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলায় কোনো পুলিশ সদস্যের গাফিলতি আছে কিনা বা তারা সেই সময় নিষ্ক্রিয় ছিল কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর