রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুর্দান্ত খেলেও রানার্সআপ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দুর্দান্ত খেলেও রানার্সআপ বাংলাদেশ

ইতিহাস লেখা হলো না মারিয়া, তহুরা, আঁখিদের। অসাধারণ ফুটবল খেলেও টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না মারিয়ারা। টানা শিরোপা জেতার মিশনে গতকাল ফাইনালে ভারতের কাছে ০-১ গোলে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ভারত ২০১৭ সালে প্রথম আসরে রানার্স আপ হয়েছিল। এবার চ্যাম্পিয়ন হলো। ফাইনালে ফেবারিট হয়ে খেলতে নামে বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ফুটবল খেলে। কিন্তু আক্রমণের ধার অপেক্ষাকৃত বেশি ছিল বাংলাদেশের। যদিও তহুরা, মারিয়া মান্ডা, অনুচিং মগিনিদের ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি দল। দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া হয়ে খেলতে থাকে গোলের জন্য। ৬৬ মিনিটে ম্যাচের বিপরীতে গোল পেয়ে যায় ভারত। কর্নারে ম্যাচের  একমাত্র গোলটি করেন সুনিতা মুণ্ডা। কর্নার থেকে আসা বল সিল্কি দেবী ডি বক্সের মাথা থেকে শূন্যে ভাসান, চলতি বলে সুনিতা মুণ্ডার ভলি নেন। তা বাংলাদেশের গোলরক্ষক মাহমুদাকে বোকা বানিয়ে ঠাঁই নেয় জালে (১-০)। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় গোল পায়নি। ৭৫ মিনিটে প্রায় ৩০ মিটার দূর থেকে মারিয়ার লং শট ভারতের গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রস পিঠে লেগে বাইরে চলে যায়। নিশ্চিত গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ৮০ মিনিটেও বাধা হয়ে দাঁড়ায় সাইডপোস্ট। এবারও তহুরার শট সাইডবারে লেগে বাইরে চলে যায়। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের আয়োজক ছিল বাংলাদেশ। গত ডিসেম্বরে ঢাকায় ওই চ্যাম্পিয়নশিপে দুবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লিগ পর্বে ৩-০ গোলে প্রতিবেশী ভারতকে উড়িয়ে দিয়েছিলেন তহুরা, আঁখিরা। ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হযেছিল একমাত্র গোলে জিতে। ভুটানে এবার দ্বিতীয় চ্যাম্পিয়নশিপে দুই প্রতিবেশী ফের মুখোমুখি হয় ফাইনালে। ফাইনালে মুখোমুখি হওয়ার আগে সেমিফাইনালে তহুরারা ৫-০ গোলে গুঁড়িয়ে দেয় স্বাগতিক ভুটানকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হারায় নেপালকে। ভারত ফাইনালে খেলতে নামে সেমিতে নেপালকে ২-১ গোলে হারিয়ে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে এবং ভুটানকে ১-০ গোলে হারায়।

সর্বশেষ খবর