সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সংসদ ভোটে ইভিএম ব্যবহারে সংশোধন হচ্ছে আরপিও

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়টি যুক্ত করতে চেষ্টা করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে আরপিওতে ইভিএম অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য যেহেতু নির্বাচন কমিশনের চিন্তাভাবনা আছে, তাই এটা আমরা পজেটিভভাবেই দেখছি। যদিও ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আরপিওতে ইভিএম যুক্ত করার বিষয়ে কমিশনের সিদ্ধান্ত রয়েছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘নিবাচন কমিশন সিদ্ধান্ত নেবে সংসদ নির্বাচনে কতটুকু পরিসরে এটা (ইভিএম) ব্যবহার হবে। যেহেতু লোকবলের ব্যাপার আছে, আর জাতীয় সংসদের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার উপযোগী করতে হলে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। সক্ষম জনবল লাগবে, ভোটারদের এডুকেশন, স্টেক হোল্ডারদের আস্থার বিষয় রয়েছে। এ ছাড়া সংসদের আগামী অধিবেশনে আরপিও সংশোধনের বিষয়টি তোলার জন্য চেষ্টা চলছে।’ তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কাজ চলছে। আরপিও সংশোধনের কাজ চলছে। এটি নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আরপিও তো আমরা পাস করতে পারব না। এটির বিষয়ে আগে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এটি পাঠাতে আমরা কাজ করছি। কমিশনে সিদ্ধান্ত হলে তারপর সংসদে পাঠানো হবে। আসছে সংসদে ডিসিদের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে কি না এবং নির্বাচনের আগে এদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। আর সবাইকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ভোটকেন্দ্র বাছাই শেষ হয়েছে। আপত্তির পর শুনানি হবে।

সর্বশেষ খবর