সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
বিশ্বকাপের দল কাতার ধরাশায়ী

ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দারুণ এক ইতিহাস গড়ল বাংলাদেশ ফুটবল দল। গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস ফুটবলে কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্ব খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের দল। দলের পক্ষে অতিরিক্ত মিনিটে জয়সূচক গোলটি করেন জামাল ভুইয়া। এর আগে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ১-১ গোলে ড্র করেছে থাইল্যান্ডের সঙ্গে। বি গ্রুপের অপর ম্যাচে গতকাল উজবেকিস্তান ১-০ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে উজবেকিস্তান নকআউট পর্ব নিশ্চিত করেছে। বাংলাদেশ চার পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্বে পৌঁছে গেছে। শেষ ষোলতে বাংলাদেশ মুখোমুখি হবে এফ গ্রুপের রানার্সআপ দলের। ইরান অথবা সৌদি আরবের মুখোমুখি হতে পারে জামাল ভুইয়ারা। এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের অতীত খুব ভালো নয়। সবমিলিয়ে জয় মাত্র ৩টি ছিল এতদিন। গতকাল চতুর্থ জয় পেল বাংলাদেশ। ১৯৮২ মালয়েশিয়াকে ২-১ হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ১৯৮৬ সালে নেপালকে হারায় ১-০ গোলে। গত এশিয়ান গেমসে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল ১-০ গোলে। এবার নতুন ইতিহাস লিখলেন জামাল ভুইয়ারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর