সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সেপ্টেম্বরেই গ্রেনেড হামলা মামলার রায়

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বরেই গ্রেনেড হামলা মামলার রায়

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হবে। বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলারও বিচার হবে। রায়টি হলে দেশ আরও একটি দায় থেকে মুক্তি পাবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। আইনমন্ত্রী বলেন, আগামী ২৬, ২৭ ও ২৮ আগস্ট সর্বশেষ আসামি হিসেবে বাবরের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এরপরই রায় দেওয়ার পালা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ৫২ জন। এর মধ্যে ১৭ জন পলাতক। এ মামলায় আদালতে ২২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ ছাড়া আসামিদের প্রত্যেককে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। বিএনপি যদি চায় তাহলে জিয়াউর রহমানের হত্যার বিচার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কেন ষড়যন্ত্রের গন্ধ পাই এটা সবাই জানে না। কারণ, বিএনপির জন্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে। ২১ আগস্ট মামলার তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে। সেখানে ’৭১, ’৭৫-এর ষড়যন্ত্রকারীরা চলে এসেছে। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ নেতা-কর্মী।

সর্বশেষ খবর