মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জামিন আরও ৩১ শিক্ষার্থীর

নওশাবার আবেদন নামঞ্জুর

আদালত প্রতিবেদক

নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার আরও ৩১ জনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ জমিন দেয়। মামলা সূত্রে জানা গেছে, নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ রাজধানীর বিভিন্ন থানায় মামলা করে। পরে পুলিশ বিভিন্ন সময় বেশ কিছু মানুষকে গ্রেফতার করে। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ৮ এপ্রিল গড়ে ওঠা আন্দোলনের পর গ্রেফতারের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদসহ ১৯ জন গতকাল জামিন পেয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিসির বাসা ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনসহ শাহবাগ থানায় চারটি মামলা হয়। এদিকে  নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার ১২ জন জামিন পায়। এর আগে রবিবার নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার ৪২ জন জামিন পেয়েছে।

জামিন পাননি নওশাবা : জামিন পাননি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গতকাল তাকে আদালতে হাজির করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন আবেদন নাকচ করলেও নওশাবাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে চিকিৎসার অনুমতি দিয়েছে আদালত। নওশাবার আইনজীবী এ এইচ ইমরুল কাওসার সাংবাদিকদের জানিয়েছেন, নওশাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল জামিন আবেদনের শুনানিতে হুইল চেয়ারে করে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি।শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ৪ আগস্ট ঢাকার জিগাতলায় সংঘর্ষ বাধলে ফেসবুকে লাইভে এসে দুই শিক্ষার্থীর মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর দিয়েছিলেন নওশাবা। র‌্যাব ওই দিনই নওশাবাকে আটক করে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দেয়। ওই মামলায় দুই দফায় মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর