মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কোটা নিয়ে মতামত অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক

কোটা নিয়ে মতামত অ্যাটর্নি জেনারেলের

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দেওয়া মতামত এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। গতকাল বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গিয়ে ওই মতামত সংগ্রহ করেন। মুক্তিযোদ্ধাদেও কোটার বিষয়ে আদালতের রায় নিয়ে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে মতামত চাওয়া হয়েছিল। সাংবাদিকদের মাহবুবে আলম বলেন, ‘আদালতের রায় নিয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদেও কোটার বিষয়ে মতামত গতকাল বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে নিয়ে গেছেন। আমি রায় ও বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ওই বিষয়ে মতামত দিয়েছি। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।’ তবে মতামতে কী বলা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা। প্রসঙ্গত, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার। প্রাথমিকভাবে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে আরও ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি।

সর্বশেষ খবর