শিরোনাম
রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফিল্মি স্টাইলে সেই ব্যাংক ডাকাত কে

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংকে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে ওই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) ঘটনাটির ছায়া তদন্ত অব্যাহত রেখেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, যেসব ফুটেজ পাওয়া গেছে, সেগুলোর ছবি তেমন পরিষ্কার নয়। তাই আরও বেশি পরীক্ষা-নিরীক্ষার পর অপরাধী শনাক্ত করার চেষ্টা চলছে। গত ২০ আগস্ট বিকালে রাজধানীর বাড্ডার লিংক রোডে প্রিমিয়ার ব্যাংকের একটি শাখায় ওই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় এক দুর্বৃত্ত ব্যাংকের কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ২৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।  জানা যায়, লেনদেনের সময় ওই ব্যক্তি ব্যাংক ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে সব স্টাফকে জিম্মি করে ভল্ট রুমে ঢুকিয়ে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা লুট করে। পুলিশ জানায়, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের ভবনের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে ডাকাতকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরদিন বাড্ডা থানায় অজ্ঞাত পরিচয় একজনকে আসামি করে মামলা করেন ব্যাংকের হেড অফিসের এক কর্মকর্তা। মামলার পরই জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুজন নিরাপত্তারক্ষীকে থানায় নিয়ে যায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল করিম এ প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দু-একদিনের মধ্যে ভালো অগ্রগতি পাওয়া যাবে।

সর্বশেষ খবর