রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশন থেকে গতকাল তোলা ছবি —বাংলাদেশ প্রতিদিন

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়ে স্বাচ্ছন্দ্যেই ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, লঞ্চ ও ট্রেনে করে রাজধানীতে পা রাখছেন তারা। বাসে তেমন ভিড় দেখা না গেলেও সরগরম রয়েছে রেলস্টেশন। এ ছাড়া কোনো কোনো ট্রেন দেরিতে স্টেশনে আসছে। যাচ্ছেও বিলম্বে। ফলে ট্রেনের শিডিউল ভাঙার কারণে ভোগান্তি কিছুটা হয়েছে।  শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পরিবহনের চাপ বাড়লেও সেখানে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকেই দেখা গেছে, রাজধানীমুখী মানুষের ভিড়।

রাজধানীর তিন আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গতকাল দুপুর ১২টা পর্যন্ত খুব বেশি ভিড় ছিল না। পরিবহন চালকরা জানিয়েছেন, ছুটির শেষ দিনের ভিড় এড়াতে অনেকেই শুক্রবার সকালেই ঢাকার উদ্দেশে পাড়ি জমিয়েছেন। তবে রবিবার যেহেতু ঈদের পর প্রথম কর্মদিবস, তাই দুপুরের পর থেকেই ঢাকায় ফেরা গাড়িগুলো ছিল যাত্রীতে ঠাসা। যাত্রীদের চোখেমুখে ছিল নিরাপদ নির্বিঘ্নে ঢাকায় পৌঁছানোর স্বস্তি। পেছনে ফেলে আসা প্রিয়জনের সঙ্গে কাটানো আনন্দক্ষণের রেশ শেষ হয়নি এখনো। কর্মস্থলে যোগ দেওয়ার তাড়াহুড়ো নিয়ে অনেকে আরও আগেই আয়েসে ঢাকায় পৌঁছেছেন। তিন দিনের ঈদের ছুটি এবং দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রবিবার থেকে সরকারি অফিস-আদালত খোলা। শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকায় ফিরছেন মানুষ। অতিরিক্ত যাত্রীর কারণে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের পরে এসে স্টেশনে পৌঁছায়। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল প্রিয়জনের সঙ্গে ঈদ করে ঢাকা ফেরা মানুষের ভিড়। দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অধিকাংশ লঞ্চেই ছিল অতিরিক্ত যাত্রী। ঈদের ছুটি শেষে শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে রীতিমতো। কিন্তু নাব্য সংকটের কারণে বন্ধ হয়ে যায় রো রো ফেরি চলাচল। যার ফলে বাড়ি যাওয়ার মতো কর্মস্থলে ফেরার সময়ও শিমুলিয়া ঘাটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিমুলিয়া ঘাট থেকে এখনো ফেরি চলছে একপথে। যার ফলে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে বেশি। এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে এখনো মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানপাটও বন্ধ। ফলে জনবহুল রাজধানী এখনো অনেকটাই ফাঁকা।

সর্বশেষ খবর