রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনীতি জোরদার করতে হবে

জয়শ্রী ভাদুড়ী

ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনীতি জোরদার করতে হবে

হুমায়ুন কবির

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে গত এক বছর ধরে আশা-নিরাশার দোলাচলে দুলছি আমরা। বাংলাদেশের তৎপরতায় মিয়ানমার স্বীকার করেছে এই মানুষগুলো তাদের দেশ থেকে এসেছে। এটা আশার কথা। কিন্তু ফিরিয়ে নেওয়ার কোনো অগ্রগতি না থাকায় হতাশ হতে হয়। তাই দীর্ঘমেয়াদি এই সমস্যার সমাধানে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনীতি জোরদার করে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এই কূটনীতিক আরও বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের আন্তরিকতার অভাব প্রকটভাবে দৃশ্যমান। তারা বলে একটা আর করে আরেকটা। মিয়ানমারের সর্বোচ্চ পর্যায় থেকে যে বক্তব্য দেওয়া হয় সেখানেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো আশার বাণী নেই। উল্টো তারা অভিযোগ করে বাংলাদেশ নাকি প্রত্যাবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। এর চেয়ে পরিহাসের কথা আর কী হতে পারে? এক বছর ধরে ১০ লাখেরও বেশি মানুষের বোঝা চেপে আছে বাংলাদেশের কাঁধে। এই মানুষগুলোর খাবার, স্বাস্থ্য, বাসস্থান সবকিছুই বহন করতে হচ্ছে আমাদের। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিবেশ, স্থানীয় অর্থনীতি। বাংলাদেশ তো পারলে কালকেই তাদের ফিরিয়ে দেয়। শুধু মানবতার খাতিরে ক্ষতি মেনে নিয়েছে বাংলাদেশ। দীর্ঘমেয়াদি এই সমস্যার সমাধানে করণীয় জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আইনি কাঠামো ইতিমধ্যে তৈরি হয়েছে। এবার তাদের নিরাপদে ফিরিয়ে দিতে বিশ্ব জনমতকে কাজে লাগাতে হবে। প্রয়োজনে বিশ্বের ক্ষমতাধর দেশ যেমন চীন, ভারত, যুক্তরাষ্ট্র অর্থাৎ যারা মিয়ানমারকে চাপ দিতে পারে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও বাড়াতে হবে। এ সমস্যার সমাধানে কূটনৈতিক শক্তিকেই কাজে লাগাতে হবে বাংলাদেশকে।

সর্বশেষ খবর