রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিএনপির অনেক প্রধান নেতার দণ্ডিত হওয়ার আশঙ্কা আছে : কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির অনেক প্রধান নেতার দণ্ডিত হওয়ার আশঙ্কা আছে।

তিনি গতকাল সকালে নগরীর পতেঙ্গায় নির্মাণাধীন টানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ২১ আগস্ট হামলার বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ছিল একটা নৃশংস হত্যাকাণ্ড, যেখানে আইভি রহমানসহ ২৪ জনের প্রাণপ্রদীপ নিভে গেছে। প্রধানমন্ত্রী তো আল্লাহর রহমতে বেঁচে গেছেন। এতে কারা জড়িত তা বিচারালয় চূড়ান্ত করবে। বিচার বিভাগ স্বাধীন। এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। আমরা আশা করি বাস্তবতার নিরিখেই রায় হবে। ঘটনা যা ঘটেছে সেই নিরিখেই রায় হবে। এতে বিএনপির অনেক নেতার জড়িত হওয়ার আশঙ্কা আছে, তারা প্রধান প্রধান নেতা। সুতরাং তারা যদি কনভিকটেড (দণ্ডিত) হন, সামনে যেহেতু জাতীয় নির্বাচন— তাহলে তো বলাই যায় যে তাদের অস্তিত্ব কিছুটা সংকটের মুখে পড়বে।’ বিএনপি গ্রেনেড হামলার দায় এড়াতে পারে না মন্তব্য করে মন্ত্রী বলেন, ২১ আগস্টের কিলিংয়ে বর্তমান প্রধানমন্ত্রী টার্গেট ছিলেন। বিএনপি সরকার তখন ক্ষমতায়। সারা দেশ জানে হাওয়া ভবনের পরিকল্পনার কথা। এগুলো এখন আর গোপন কোনো বিষয় নয়। বিএনপি তো এ হামলার দায় এড়াতে পারে না। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এ হামলায় দলের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে বিচারের শেষ পর্যায়ে আছে। আইনমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই মামলায় বিচারিক আদালতের রায় হবে বলে তিনি আশাবাদী। মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজন নেতাও আসামি হিসেবে আছেন।

সর্বশেষ খবর